Business

সাংবাদিক প্রণয় রায় ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই

দেশের অন্যতম সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রধান প্রণয় রায়, তাঁর স্ত্রী রাধিকা রায়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও ফৌজদারি অসদাচরণ-এর অভিযোগে মামলা দায়ের করল সিবিআই। একই অভিযোগে মামলা দায়ের হয়েছে সংস্থার সিইও বিক্রমাদিত্য চন্দ্রার বিরুদ্ধেও। প্রণয় রায় দেশের প্রথমসারির একজন সাংবাদিক তথা নিউ দিল্লি টেলিভিশন বা এনডিটিভি-র অন্যতম প্রতিষ্ঠাতা।

সিবিআই মামলায় জানিয়েছে, ১৯৮৮ সালের ৮ সেপ্টেম্বর এনডিটিভি তৈরি হয়। যার সর্বসময়ের ডিরেক্টর হন প্রণয় রায়, রাধিকা রায় ও নারায়ণন কেভি রাও। নারায়ণন কেভি রাও তখন ছিলেন একজন প্রাক্তন আইআরএস আধিকারিক। এই সংস্থা ২০০৪ সাল থেকে ২০১০ সালের মধ্যে বিদেশে মোট ৩২টি সংস্থা তৈরি করে। সংস্থাগুলি খোলা হয় ট্যাক্স হেভেন নামে পরিচিত দেশগুলিতে। যারমধ্যে রয়েছে মরিশাস, ব্রিটেন, নেদারল্যান্ডস, মালয়েশিয়া। সংস্থা খোলা হয় দুবাইতেও।


সিবিআইয়ের দাবি, যে ৩২টি সংস্থা বিদেশে খোলা হয় তার অধিকাংশেরই বাণিজ্যিক কার্যকারিতা ছিলনা। কেবল টাকা লেনদেনের কাজে সংস্থাগুলিকে ব্যবহার করা হত। বিদেশ থেকে টাকা আনার জন্য এই সংস্থাগুলিকে কাজে লাগানো হত। বিভিন্ন জটিল স্তরের মধ্যে দিয়ে বিদেশ থেকে টাকা দেশে আনা হত। এছাড়া টাকা ঢোকানোর জন্য কিছু সংস্থাকে কাজে লাগানো হত। যেগুলির কাজই ছিল টাকা লেনদেনে সাহায্য করা। এই পুরো কাজে বেশ কয়েকজন সরকারি আধিকারিকও জড়িত ছিলেন বলে দাবি করেছে সিবিআই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button