Let’s Go
শবরূপী মহাদেব, বুকের উপর দাঁড়িয়ে মা
গর্ভমন্দিরের বেদি শ্বেতপাথরের। তার উপরে শবরূপী মহাদেব। তাঁরই বুকের উপর দাঁড়িয়ে সুদর্শনা দেবী দক্ষিণাকালী।
উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গায় বারোটি শিবমন্দিরে নিয়েই দেবী প্রসন্নময়ী কালীমন্দির। মন্দিরের নির্মাণকাল ১২২৯ সনে। প্রতিষ্ঠাতা তৎকালীন জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়।
দক্ষিণমুখী মন্দিরটি পাকা। গর্ভমন্দিরের বেদি শ্বেতপাথরের। তার উপরে শবরূপী মহাদেব। তাঁরই বুকের উপর দাঁড়িয়ে সুদর্শনা দেবী দক্ষিণাকালী। উচ্চতায় আড়াই ফুটের কাছাকাছি। কষ্টিপাথরের দেবী। দিগম্বর মহাদেব শ্বেতপাথরের। সোনা রুপোর অলংকারের দেবী সুসজ্জিতা।