কয়েকটি প্রাণির দেহে সবুজ রংয়ের রক্ত বইছে, কেন হয় সবুজ রক্ত
পৃথিবীতে এমনও কয়েকটি প্রাণি রয়েছে যাদের রক্তের রং সবুজ। শুনে অবাক লাগতেই পারে। কিন্তু এটা ঠিক যে কয়েকটি প্রাণির রক্ত সবুজ হয়।
পৃথিবীতে কয়েকটি এমন প্রাণি রয়েছে যাদের রক্তের রং সবুজ। সাধারণভাবে রক্তের রং বললে সকলে এক বাক্যে বলে উঠবেন লাল। কিন্তু সব প্রাণির রক্তই লাল হয়না। অন্য রংয়ের রক্তও হয়। যেমন সবুজ রক্ত। কিন্তু রক্ত তো লাল হয়। সবুজ হয় কীভাবে?
কয়েক ধরনের সবুজ টিকটিকি রয়েছে যাদের দেহে প্রচুর পরিমাণে বিলিভার্ডিন থাকে। বিলিভার্ডিন হল একধরনের বিষাক্ত পিগমেন্ট। যা অতি ঘন হয়ে টিকটিকিগুলির দেহে থাকে। তাই তাদের সবুজ রংয়ের দেখতে হয়।
এমনকি এদের জিভও সবুজ হয়। এছাড়া নিউ গিনিতে একধরনের একধরনের টিকটিকির বাস যাদের রক্তের রং আবার হালকা সবুজ। এছাড়া সাধারণভাবে ফড়িংদের রক্তও সবুজ হয়।
সবুজ রক্ত খুবই কম প্রাণির দেহে দেখতে পাওয়া যায়। তবে নেই এমনটা নয়। সবুজ রক্ত শুনে মনে হতেই পারে যে তা গল্পের বইতে থাকতে পারে, বাস্তবে নয়। কিন্তু বাস্তবেও এমন রক্ত দেহে বয়ে যাওয়া প্রাণি রয়েছে।
প্রাসিনোহেমা হল সেই প্রজাতির টিকটিকি যাদের রক্ত সবুজ হয়। গ্রিকরা সবুজ রক্তকে বলত প্রাসিনোহেমা। সেই সূত্র ধরেই এই বিশেষ ধরনের সবুজ টিকটিকি প্রজাতির নামকরণ হয়েছে।
যে সব প্রাণির রক্তের রং সবুজ তাদের সবুজ রক্ত থাকায় সুবিধা কি হয়? এটা কিন্তু এখনও গবেষকদের কাছে পরিস্কার নয়। প্রসঙ্গত রক্তের রং সবুজ বলেই নয়, আরও কয়েক রংয়ের হয়। যা প্রাণি ভেদে আলাদা।