একের পর এক বিতর্কে জড়িয়ে পড়া সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন পেহলাজ নিহালনিকে সরিয়ে দেওয়া হল। সেখানে বসানো হল বিজ্ঞাপন নির্মাতা, গীতিকার ও কবি প্রসূন যোশীকে।
সেন্সর বোর্ডের কাঁচি চালানোর অধিকার আছে। কিন্তু উড়তা পঞ্জাব থেকে শুরু করে অমর্ত্য সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্র, সব ক্ষেত্রেই কাঁচি চালানোর নির্দেশ নিয়ে বিতর্কে জড়িয়েছেন পেহলাজ। যদিও তারপরও নিজের অবস্থানে অনড় থেকেছেন তিনি। ফলে সিনেমা জগতে তাঁকে ঘিরে ক্ষোভের পাহাড় জমছিল। এই অবস্থায় তাঁকে সরিয়ে প্রসূন যোশীকে চেয়ারপার্সন পদে নিয়ে আসাকে ভালভাবেই নিচ্ছেন ভারতের সিনেমা, চলচ্চিত্র জগতের মানুষজন।