চলে গেলেন প্রবীণ ফরওয়ার্ড ব্লক নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রতিম চট্টোপাধ্যায়। রাজ্যে বাম রাজনীতিতে তাঁর নিজের একটা জায়গা ছিল। একসময়ে দমকলমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কিছুদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন। মাঝে হাসপাতালে ভর্তি হন। তারপর বাড়িও ফেরেন। রবিবার সকালে তাঁর পরিস্থিতির অবনতি হওয়ায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রতিমবাবুকে। সেখানেই তাঁর মৃত্যু হয়। তারকেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসাবে দাঁড়াতেন তিনি।
রাশভারী বনেদী চেহারার প্রতিমবাবুর রাজনীতি ছাড়া ছিল অভিনয়ের শখ। মাঝেমধ্যে সিনেমার পর্দায় তাঁকে দেখতে পাওয়া যেত। অভিনয়ের শখ ছিল কম বয়স থেকেই। মঞ্চেও অভিনয় করেছেন তিনি। তাঁর মৃত্যুতে বাম রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।