ফের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আগুন। এবার ক্যান্টিনে। সোমবার ভোর সওয়া ৬টা নাগাদ আগুন নাগে। আগুনে ভস্মীভূত হয়ে যায় ক্যান্টিনের সিংহভাগ। ছাই হয়ে গেছে ফলস সিলিং-ও। দমকলের ৫টি ইঞ্জিনের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। দমকল সব গুটিয়ে চলে গেলে ফের পোড়া ক্যান্টিনের একটি অংশ জ্বলে ওঠে। ফের হাজির হয় দমকলের ১টি ইঞ্জিন। আগুন লাগার সঠিক কারণ এখনও অজানা। তবে রান্নাঘর যখন তখন প্রচুর দাহ্য পদার্থ সেখানে মজুত ছিল। তা থেকেই কোনওভাবে আগুন ছড়ায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, পদার্থবিদ্যা ও রসায়নের ল্যাবেও ভয়াবহ আগুন লেগেছিল।