এক সময়ের প্রেসিডেন্সি কলেজ এখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। বাংলার শিক্ষাঙ্গন হিসাবে দেশ বিদেশ জুড়ে বহু কৃতীর জন্ম দিয়েছে এই প্রেসিডেন্সি। যারমধ্যে ২ বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এটা প্রেসিডেন্সির জন্যও অত্যন্ত গর্বের। প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়া এদিন সংবাদমাধ্যমকে জানান, এই ২ কৃতীর কথা মাথায় রেখে তাঁদের সম্মান জানিয়ে প্রেসিডেন্সি চত্বরে একটি খুব ভাল জায়গা স্থির করে সেখানে ২ জনের মুখাবয়ব বসানো হবে।
প্রেসিডেন্সি থেকে ২ জন নোবেলজয়ী ছাত্র পাশ করেছেন, এটা প্রেসিডেন্সির কাছে গর্বের বলে জানিয়ে উপাচার্য জানান এঁদের যাতে আলাদাভাবে সম্মান প্রদর্শন কার যায় সেজন্যই এই মুখাবয়ব বসানো। এছাড়া এবার যে ৩ জন অর্থনীতিতে নোবেল পেলেন তাঁদের ৩ জনকেই প্রেসিডেন্সির তরফ থেকে ডিলিট দেওয়ার কথাও ভাবনা চিন্তা করা হচ্ছে বলে জানান তিনি। এঁদের বাড়িতে পাঠানো হবে মানপত্রও।
প্রেসিডেন্সির ২০০ বছর উপলক্ষে এই শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কিছু দেওয়ালে এই কলেজ থেকে পাশ করে বার হওয়া কৃতী একশো জনের নাম লেখা হয়েছে। বাংলা ও ইংরাজি মিশিয়ে নামগুলি লেখা হয়েছে। নামগুলি চিরদিনের করে রাখার মত করে রাখা হয়েছে দেওয়ালে। যা এখানে ঢুকলেই নজর কাড়ে। সেই তালিকায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম অবশ্য এতদিন ছিলনা। এবার নামের সঙ্গে সঙ্গে তাঁর মুখাবয়বও স্থান পেতে চলেছে প্রেসিডেন্সি চত্বরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা