রাষ্ট্রপতি নির্বাচনে সহজ জয় পেলেন কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ। ৬৬ শতাংশ ভোট পেয়েছেন কোবিন্দ। বিরোধী প্রার্থী মীরা কুমার ৩৪ শতাংশ ভোট পেয়ে অনেকটাই পিছিয়ে। সংখ্যার হিসাবে রামনাথ কোবিন্দ পেয়েছেন ৭ লক্ষ ২ হাজার ৪৪টি ভোট। মীরা কুমারের সংগ্রহ ৩ লক্ষ ৭৭ হাজার ৩১৪টি ভোট। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার ও অরুণাচলে কংগ্রেস সরকার থাকলেও এখান থেকে ক্রস ভোটিং হয়েছে বলে খবর। পশ্চিমবঙ্গ থেকে ৬টি ভোট পাওয়ার কথা থাকলেও কোবিন্দ ১১টি ভোট পান। এদিন সকাল ১১টা থেকে সংসদে শুরু হয় ভোটগণনা। গণনা যতই এগিয়েছে ততই মীরা কুমারকে পিছনে ফেলে রামনাথ কোবিন্দ এগিয়ে গেছেন। বেলা গড়াতে ছবিটা পরিস্কার হয়ে যায় যে প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী মীরা কুমারকে পরাজিত করতে চলেছেন কৃষক পরিবারের সন্তান রামনাথ কোবিন্দ। ফলে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা না করেই কানপুরের অদূরে পারাউনে রামনাথ কোবিন্দের বাড়িতে মিষ্টিমুখ শুরু হয়ে যায়। আনন্দে মেতে ওঠেন পরিবার পরিজন, পাড়া প্রতিবেশিরা। রীতিমত ঢাকঢোল পিটিয়ে শুরু হয় সেলিব্রেশন।
আগামী ২৫ জুলাই শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ, সেদিনই শপথ গ্রহণ করবেন কোবিন্দ। তারপরই নতুন বাসিন্দা হিসাবে রাইসিনা হিলস-এ পা রাখবেন রামনাথ কোবিন্দ। ৭১ বছরের রামনাথ কোবিন্দ দলিত পরিবার থেকে উঠে আসা এক ব্যক্তি। সাধারণ জীবনযাপন ও দলিতদের জন্য তাঁর লড়াই রামনাথকে রাজনীতির ময়দানে অনেকটাই সফল করে তোলে। পরে বিহারের রাজ্যপালের পদও সামলান তিনি। কে আর নারায়ণনের পর তিনিই ভারতের দ্বিতীয় দলিত রাষ্ট্রপতি। এদিকে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও হার বুঝতে অসুবিধা হয়নি লোকসভার প্রাক্তন স্পিকার তথা বিরোধীদের তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী মীরা কুমারের। তিনি বলেন, তাঁর লড়াই মতাদর্শের লড়াই। আর তা আগামী দিনেও অব্যাহত থাকবে। নব নির্বাচিত রাষ্ট্রপতিকে তিনি অভিনন্দনও জানান। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।