দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসাবে এটাই তাঁর শেষ দিন। আগামী মঙ্গলবার থেকে রাইসিনা হিলসের নতুন গৃহকর্তা হতে চলেছেন রামনাথ কোবিন্দ। তার আগের দিন সন্ধেয় রাষ্ট্রপতি হিসাবে জাতির উদ্দেশ্যে তাঁর শেষ ভাষণে সহনশীলতা, অহিংসা ও বহুত্ববাদের পক্ষে জোড়াল সওয়াল করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সে মৌখিক হোক বা শারীরিক, যে কোনও প্রকার হিংসা থেকে সাধারণ মানুষকে বিরত রাখার ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি বলেন, একমাত্র অহিংস সমাজই পারে গণতন্ত্রকে সার্থক করে তুলতে, সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতার পরিবেশ সৃষ্টি করতে। দৈনন্দিন যে হিংসার খবর সামনে আসছে তার থেকে বেরিয়ে আসার আহ্বান জানান বিদায়ী রাষ্ট্রপতি।
উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের আরও বেশি করে এগিয়ে আসার পক্ষে সওয়াল করে রাষ্ট্রপতি বলেন, এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীল ভাবনা, উদ্ভাবনী শক্তির বিকাশের দিকে নজর দিতে হবে। ছাত্রছাত্রীদের কেবল মুখস্থ করার চেনা পদ্ধতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
পাশাপাশি দেশের দরিদ্রতম ব্যক্তিও যেন সরকারি নীতির সুফল পেতে পারেন তা সুনিশ্চিত করার ওপর জোর দেন রাষ্ট্রপতি। দর্শন থেকে উদ্ভাবন, শিল্পদক্ষতা থেকে ধারণা ও অভিজ্ঞতা ভারতে বহুত্ববাদকে এগিয়ে নিয়ে গেছে। সেক্ষেত্রে ভারতকে কেবল একটি দেশ হিসাবে বিচার না করে তার বৃহত্তর দর্শনের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি।