জিতেছিলেন আগেই। এদিন ছিল আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ। এদিন সেন্ট্রাল হলে দেশের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ। কারণ গত সোমবারই ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসাবে নিজের পাঁচ বছরের মেয়াদ শেষ করেছেন প্রণব মুখোপাধ্যায়। মঙ্গলবার শপথ গ্রহণের পর এখন দেশের নতুন রাষ্ট্রপতির নাম রামনাথ কোবিন্দ।
শপথগ্রহণের আগে এদিন সকালে প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন রামনাথ কোবিন্দ। সেখান থেকে সোজা হাজির হন রাষ্ট্রপতি ভবনে। রাইসিনা হিলসের এই প্রাসাদই এদিন থেকে তাঁর নতুন বাসস্থান। রাষ্ট্রপতি ভবনে বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর সেখান থেকে প্রণব মুখোপাধ্যায় ও রামনাথ কোবিন্দ রওনা দেন সংসদের উদ্দেশে।
রাষ্ট্রপতির শপথগ্রহণকে কেন্দ্র করে সংসদের সেন্ট্রাল হলে এদিন বসেছিল চাঁদের হাট। ছিলেন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেত্রী, বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরা সহ সাংসদরা। রামনাথ কোবিন্দ ও প্রণব মুখোপাধ্যায়কে সংসদে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন।
সেন্ট্রাল হলে রীতি মেনে রামনাথ কোবিন্দকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর। শপথগ্রহণের পর বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাঁর আসন ছেড়ে দেন দেশের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। ২১টি তোপধ্বনির সঙ্গে নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হয়। এরপর রাষ্ট্রপতি হিসাবে তাঁর প্রথম বক্তৃতায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মূলমন্ত্র হিসাবে একতার কথা তুলে ধরেন তিনি। জোর দেন সকলে মিলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। দরিদ্র পরিবারে মাটির ঘরে বড় হওয়া থেকে শুরু করে জীবনের দীর্ঘ সফরের কথাও এদিন তুলে ধরেন রামনাথ কোবিন্দ।
বেলা সাড়ে ১২টা নাগাদ শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সংসদ ভবন থেকে বেরিয়ে রাইসিনা হিলসের উদ্দেশে রওনা দেন রামনাথ কোবিন্দ ও প্রণব মুখোপাধ্যায়। দিল্লির রাস্তা তখন প্রবল বৃষ্টিতে ঝাপসা। তারমধ্যেই প্রথা মেনে ঘোড়সওয়ারে পরিবেষ্টিত রাষ্ট্রপতির গাড়ি প্রবেশ করে রাইসিনায়। এখানে গার্ড অফ অনার দেওয়া হয় নতুন ও প্রাক্তন রাষ্ট্রপতিকে। এরপর ২ জনে ভিতরে চলে যান। নিয়ম হল এখানে আনুষ্ঠানিকভাবে প্রাক্তন রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতিকে তাঁর কাজ বুঝিয়ে দেবেন। সেখান থেকে এরপর তাঁর নতুন ঠিকানা ১০ নম্বর রাজাজি মার্গের দিকে রওনা দেন সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আপাতত সামনের ৫ বছর রাইসিনার নতুন গৃহকর্তা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।