স্বাধীনতা দিবসের আগের সন্ধেয় জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণ স্বাধীন ভারতের পরম্পরা। সেই রীতি বজায় রেখে সোমবার রাষ্ট্রপতি হিসাবে জাতির উদ্দেশ্যে নিজের প্রথম ভাষণ দিলেন রামনাথ কোবিন্দ। এদিন তাঁর বক্তব্যে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বলিদান ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা গুরুত্ব পেয়েছে। নোট বাতিলের সিদ্ধান্ত থেকে জিএসটি চালু। অথবা স্বচ্ছ ভারত অভিযানের আওতায় সব ঘরে শৌচালয়। কেন্দ্রীয় সরকারের একের পর এক সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি।
সেইসঙ্গে এদিন দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে মাতঙ্গিনী হাজরা, ভগত সিং থেকে চন্দ্রশেখর আজাদ, বিরসা মুন্ডা থেকে জওহরলাল নেহেরু, একের পর এক নাম উঠে এসেছে রাষ্ট্রপতির বক্তব্যে। নেতাজির বিখ্যাত আহ্বান ‘তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’, এদিন ফের একবার মনে করিয়ে দেন রাষ্ট্রপতি। দারিদ্র দূরীকরণ থেকে সার্বিক উন্নয়ন, সবই এদিন জায়গা পেয়েছে রাষ্ট্রপতির বক্তব্যে।