SciTech

জোড়া পৃথ্বী-২-র সফল উৎক্ষেপণ

ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২-এর পরীক্ষায় সাফল্য পেল ভারত। এদিন ওড়িশার চাঁদিপুর থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে দুটি পৃথ্বী-২ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।

প্রতিরক্ষা সূত্রের দাবি, দুটিরই পরীক্ষা সফল হয়েছে। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২ ৩৫০ কিলোমিটার দূরে কোনও লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। বহন করতে পারে ৫০০ থেকে ১০০০ কেজি ওজনের অস্ত্র।


পরমাণু অস্ত্র বহনে সক্ষম পৃথ্বী-২-এর সফল উৎক্ষেপণ অবশ্যই ভারতীয় সেনার জন্য সুখবর। এই ক্ষেপণাস্ত্রে রয়েছে ইনারসিয়াল গাইডেন্স সিস্টেম। যা দিয়ে বহু দূরে শত্রুপক্ষের লক্ষ্য নিখুঁতভাবে খুঁজে নিতে পারে এই ক্ষেপণাস্ত্র। তরল জ্বালানিতে চলা পৃথ্বী-২-এর এদিনের গোটা কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীদের বিশেষ দল গঠন করা হয়।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button