National

সফল হল পরমাণু অস্ত্র বহনে সক্ষম পৃথ্বী-২-এর পরীক্ষা

পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পৃথ্বী-২-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত। শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটে ওড়িশার বালাসোরের চাঁদিপুর থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ৫০০ কেজি থেকে ১ হাজার কেজি অস্ত্র বহনে সক্ষম পৃথ্বী-২-এর পাল্লা ৩৫০ কিলোমিটার।

এদিন উৎক্ষেপণের পর কড়া পর্যবেক্ষণে ছিল ক্ষেপণাস্ত্রটি। সেটি নিখুঁতভাবেই গোটা পথ অতিক্রম করে লক্ষ্যে আঘাত হানে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি পৃথ্বী-২-এর সফল উৎক্ষেপণ আগেও হয়েছে। তবে তা ছিল অন্য মোডে। এবার নতুন মোডে উৎক্ষেপণেও সম্পূর্ণ সফল হল ভারত।


 


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button