প্রয়াত প্রীতীশ নন্দী, শেষ হল এক কৃতী বাঙালির বর্ণময় জীবন
তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি ভারত জুড়ে নিজের প্রতিভা ছড়িয়ে দিতে পেরেছিলেন। সেই কৃতী বাঙালি প্রীতীশ নন্দী চলে গেলেন।
প্রীতীশ নন্দী নামটির সঙ্গে বহুগুণের অধিকারী এক প্রতিভাময় বাঙালি জড়িয়ে আছেন। যিনি একাধারে ছিলেন সাংবাদিক, ছিলেন সিনেমা ব্যক্তিত্ব, ছিলেন কবি, ছিলেন সাহিত্যিক, ছিলেন চিত্রকর। আবার তিনি সাংসদও ছিলেন। বর্ণময় ছিল তাঁর জীবন।
তাঁর কাজ, তাঁর সকলের সঙ্গে মিশে যাওয়ার সাবলীল ভঙ্গিকে কুর্নিশ করেন অনেকেই। বলিউডেও তিনি ছিলেন পরিচিত মুখ। সেই কৃতী বাঙালি প্রীতীশ নন্দী চলে গেলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মুম্বইয়ের বাসভবনেই জীবনাবসান হয়।
বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর প্রয়াণের কথা জানার পরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানিয়ে একের পর এক পোস্ট হতে থাকে প্রথিতযশা মানুষজনের।
প্রীতীশ নন্দীর জন্ম ভাগলপুরের একটি বাঙালি পরিবারে। তবে উচ্চশিক্ষা কলকাতায়। কলকাতার লা মার্টিনিয়ার কলেজ এবং প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন তিনি।
৮০-র দশকে দ্যা টাইমস অফ ইন্ডিয়া-র উচ্চপদে কাজ করেছেন। ছিলেন সাংবাদিক। ১৯৯৮ সালে শিবসেনার হয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। প্রাণি সুরক্ষা নিয়েও তিনি ছিলেন উদ্যোগী। প্রাণি সুরক্ষা সুনিশ্চিত করতে ব্যস্ত ছিলেন প্রীতীশ নন্দী।
অন্যদিকে ৯০-এর দশকে দূরদর্শনে দ্যা প্রীতীশ নন্দী শো ছিল অত্যন্ত জনপ্রিয়। আবার তিনি প্রযোজক হিসাবে ২০টির বেশি সিনেমাও তৈরি করেছেন। যা নানা মহল থেকে প্রশংসা কুড়িয়েছিল।
পদ্মশ্রী সম্মান প্রাপ্ত প্রীতীশ নন্দীর এই বর্ণময় ও কর্মময় জীবনের ইতি হল ৭৩ বছরে। তবে এই কৃতী বাঙালির কাজ চিরদিন মানুষ মনে রাখবেন।