প্রিয়রঞ্জন দাশমুন্সির মরদেহে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানালেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী সহ কংগ্রেসের বহু প্রথমসারির নেতা। সোমবার বেলা ১২টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। বিকেলে হাসপাতাল থেকে দেহ প্রথমেই আনা হয় দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও ছেলে। যা খবর পাওয়া যাচ্ছে তাতে এদিন রাতেই কলকাতা আনা হচ্ছে মরদেহ।
রাতে পিস হাভেনে শায়িত থাকবে দেহ। মঙ্গলবার সকালে দেহ নিয়ে যাওয়া হবে প্রদেশ কংগ্রেসের কার্যালয় বিধান ভবনে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানানোর পর দেহ নিয়ে যাওয়া হবে রায়গঞ্জে। সেখানেই পরিবারের সকলে উপস্থিত থাকবেন। রায়গঞ্জেই শেষকৃত্য সম্পন্ন হবে প্রিয়রঞ্জন দাশমুন্সির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।