লো কাট সোনালি পোশাক। বেশ সাহসী। বক্ষদ্বয়ের অনেকটাই উন্মুক্ত। গলায় চোখ ঝলসে দেওয়া নেকলেস। লাল ম্যাট লিপস্টিক। সুন্দর হেয়ার কাট। এমন সাজে প্রিয়াঙ্কা চোপড়া-র দিক থেকে চোখ ফেরানো মুশকিল। সাহসী পোশাকে কোনও সুন্দরীকে দেখে যতটা চোখ আটকে যাওয়া সম্ভব তার সবটাই জড়িয়ে আছে তাঁর শরীর জুড়ে। তবে প্রিয়াঙ্কা হলেও ইনি রক্ত মাংসের প্রিয়াঙ্কা নন, তিনি মোমের প্রিয়াঙ্কা।
২০১৮ থেকেই মাদাম তুসো-র সঙ্গে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। মাদাম তুসোর লন্ডন, নিউ ইয়র্ক, সিডনি ও এশিয়ায় প্রিয়াঙ্কার ৪টি মোমের মূর্তি বসতে চলেছে। যারমধ্যে গত মঙ্গলবার লন্ডন মাদাম তুসোয় আত্মপ্রকাশ করল প্রিয়াঙ্কা চোপড়ার এই চোখ আটকে দেওয়া মোমের পুতুল। মাদাম তুসো এখন বিশ্বের অনেক কোণায় তৈরি হলেও তার শুরুটা লন্ডনেই। সেখানেই মঙ্গলবার থেকে প্রিয়াঙ্কার ফ্যানেরা প্রিয়াঙ্কাকে দেখতে পাবেন।
তাঁর এই মোমের মূর্তি নিয়ে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কাও। তিনি জানিয়েছেন লন্ডন তাঁর অন্যতম পছন্দের শহর। সেই শহরে তাঁর ফ্যানেরা তাঁর সঙ্গে এভাবে দেখা করতে পারবেন এটা ভেবে তাঁর ভাল লাগছে। ২০১৭ সালে যে সাজে যে পোশাকে প্রিয়াঙ্কা চোপড়া গোল্ডেন গ্লোবের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, হুবহু সেই পোশাক, সেই সাজই উঠে এসেছে তাঁর লন্ডন মাদাম তুসোর মূর্তিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা