প্রথমে টিভি সিরিজ কোয়ান্টিকো, তারপর সিনেমা বেওয়াচ। এই দুইয়ে নিজের অভিনয় প্রতিভার সাক্ষর রাখার পর এখন পশ্চিমি দেশগুলিতে প্রিয়াঙ্কা চোপড়া জনপ্রিয় মুখ। ভারতীয় সিনেমার পর বিদেশি সিনেমা, সিরিয়ালেও দেশি গার্লয়ের সাফল্য ভারতের মুখ উজ্জ্বল করেছে। সেকথা মাথায় রেখে এবার দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে একটি নতুন বিভাগ যুক্ত করা হয়েছে। যুক্ত করেছেন জুরিরা। ‘ইন্টারন্যাশনাল অ্যাকলেইমড অ্যাকট্রেস অ্যাওয়ার্ড’, নামে এই পুরস্কারই এবার পেতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে পয়লা জুন হতে চলা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘পীসী’ তো বটেই, তাঁর মা মধু চোপড়াও দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে চলেছেন। বেস্ট ফিল্ম ক্যাটাগরিতে দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেতে চলেছেন তিনি। ভেন্টিলেটর সিনেমার প্রযোজনার জন্য এই পুরস্কার পাচ্ছেন মেরি কম অভিনেত্রীর মা। পয়লা জুন একই মঞ্চে মা-মেয়ের একসঙ্গে এই বিরল সম্মানপ্রাপ্তির মুহুর্ত চাক্ষুষ করার জন্য মুখিয়ে ভারতীয় সিনেমা জগত।