প্রিয়াঙ্কা চোপড়া এখন অসম ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ফলে তাঁর ছবি দিয়েই সাজানো হয়েছে অসম ট্যুরিজমের ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডারে প্রিয়াঙ্কার হলুদ পোশাকের একটি ছবিতে তাঁর বক্ষবিভাজিকা উন্মুক্ত। আর সেখানেই বিপত্তি। অসমের বিরোধী কংগ্রেস বিধায়কেরা এধরণের পোশাকে প্রিয়াঙ্কার ছবি রাজ্যের পর্যটন ক্যালেন্ডারে দেওয়া নিয়ে প্রবল আপত্তি তুলেছেন। বিষয়টি পৌঁছয় বিধানসভায়। বিধানসভায় এ নিয়ে সরব হন কংগ্রেস বিধায়কেরা।
২ কংগ্রেস বিধায়ক নন্দিতা দাস ও রূপজ্যোতি কুর্মি এনিয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন। তাঁদের দাবি, যে পোশাকে ক্যালেন্ডারে প্রিয়াঙ্কাকে দেখা গেছে তা ‘অশোভন’। এ ধরণের পোশাকে সরকারি ক্যালেন্ডারে ছবি রেখে অসম সরকার অসম সমাজের সম্মানহানি করেছে বলেও দাবি করেন তাঁরা। তেমন হলে প্রিয়াঙ্কার জায়গায় অসমের কোনও বিখ্যাত শিল্পীকে এই ক্যালেন্ডারের ব্যবহার করা যেত বলেও দাবি করেন কংগ্রেস বিধায়কেরা। যদিও কংগ্রেসের তোলা এই বিতর্ককে তেমন গুরুত্ব দিতে চায়নি অসমের বিজেপি সরকার। তাদের পাল্টা দাবি, এই ক্যালেন্ডার বিদেশের বিভিন্ন ট্যুর অপারেটরকেও পাঠানো হবে। প্রিয়াঙ্কা চোপড়া এখন আন্তর্জাতিক ফিগার। প্রিয়াঙ্কার পোশাকের ছবি কোনওভাবে অসমের সম্মানহানি করছে বলে মনে করছেন না অসম পর্যটন বিভাগের কর্তারা।