কেন অর্ডিন্যান্স আনল না সরকার, প্রশ্ন তুলে ভোটের দায়ের ইঙ্গিত প্রিয়াঙ্কার
প্রধানমন্ত্রীর ৩ নয়া কৃষি আইন প্রত্যাহারের পর খুশিতে মাতোয়ারা কৃষকরা। অভিনন্দনের বন্যা বইছে। এরমধ্যেই অন্য ইঙ্গিত দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
সামনে ভোট। তাই ৩ নয়া কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কেন তাঁকে বিশ্বাস করবেন কৃষকরা? এদিন আইন প্রত্যাহারের কথা বললেও কেন বিগত ১ বছরের এই কৃষক আন্দোলনে মৃত ৬০০ থেকে ৭০০ জন কৃষকের মৃত্যু প্রসঙ্গে নিশ্চুপ রইলেন প্রধানমন্ত্রী? কেন লখিমপুর খেরি কাণ্ডের পরও ওই মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হল না?
যে কৃষকদের এতদিন গুণ্ডা, আতঙ্কবাদী, আন্দোলনজীবী বা দেশদ্রোহী বলা হয়েছে, তাঁরা কেন ১ মিনিটে সরকারকে বিশ্বাস করবেন? এদিন প্রধানমন্ত্রীর ঘোষণার পর সেই প্রশ্ন তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
তিনি আরও প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী মুখে এই ৩ আইন প্রত্যাহারের কথা এদিন ঘোষণা করলেন। কিন্তু সরকার চাইলে তো অর্ডিন্যান্সও আনতে পারত। কেন এই ৩ আইন প্রত্যাহারের জন্য তারা শীতকালীন অধিবেশনের জন্য অপেক্ষা করবে?
ফলে কৃষকরা যে আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তা সঠিক বলে ব্যাখ্যা করেন প্রিয়াঙ্কা। এদিন এইসব প্রসঙ্গ তোলার পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী সরকারের এই ঘোষণাকে কৃষকদের শক্তি হিসাবে তুলে ধরেছেন।
প্রিয়াঙ্কা বলেন কৃষকদের শক্তি সম্বন্ধে যে সরকার বুঝতে পেরেছে তাতেই তিনি খুশি। বিরোধীরা সকলেই কৃষকদের পাশে দাঁড়ানোয় তিনি খুশি বলেও এদিন জানান প্রিয়াঙ্কা।
এদিন প্রধানমন্ত্রীর ঘোষণার পর কৃষকদের এই জয়ের জন্য তাঁদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জয়কে ঐতিহাসিক জয় বলে ব্যাখ্যা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা