National

ডেবিউতেই ৪ লক্ষ ভোটে জয় পেলেন প্রিয়াঙ্কা, হেরে গেলেন দাদা রাহুলের কাছে

একই সঙ্গে জয় এল। আবার হারও হল। জয় এল কোনও নির্বাচনে প্রথম প্রার্থী হয়ে। একইসঙ্গে হারতে হল দাদা রাহুল গান্ধীর কাছে।

দাদা রাহুল গান্ধী এখন কংগ্রেসের মুখ। পুরোপুরি রাজনীতিবিদ। নির্বাচনও অনেকগুলি লড়ে ফেলেছেন। জয় এসেছে। আবার হারও সহ্য করতে হয়েছে রাহুলকে। তাঁর এই নির্বাচনী লড়াইয়ে রাহুল সবসময় পাশে পেয়েছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে।

দাদার হয়ে নানা জায়গায় প্রচার করতে দেখা গেছে তাঁকে। কিন্তু সকলের প্রশ্ন ছিল প্রিয়াঙ্কা নিজে ভোটে লড়ছেন না কেন? এবার সেটাও করে ফেলেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। দাদা রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসন কেরালার ওয়ানাড থেকে উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা।


এটা ছিল নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে ডেবিউ। জীবনের প্রথম নির্বাচন কি প্রিয়াঙ্কা জিততে পারবেন? এ প্রশ্ন কিন্তু ওয়ানাডের মানুষের মনে একবারও আসেনি। বরং সকলের জিজ্ঞাসা ছিল প্রিয়াঙ্কা কত ভোটে জিতবেন? ১ লক্ষ, ২ লক্ষ, ৩ লক্ষ নাকি তার চেয়েও বেশি?

উত্তরটা পরিস্কার হয়ে গেল শনিবার উপনির্বাচনের ফল প্রকাশের পর। দেখা গেল প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ওয়ানাড আসন থেকে ৪ লক্ষ ৮ হাজার ভোটে জয়ী হয়েছেন। এতো বিপুল ভোটে জয়। তাও ডেবিউতেই!


রাজনীতির ময়দানে প্রিয়াঙ্কা যে জমি আঁকড়ে লড়াই করতে এসেছেন তা বুঝিয়ে দিলেন ভোটের ময়দানে আত্মপ্রকাশেই। তবে এই বিপুল জয়ের মধ্যেও তাঁকে হারতে হয় দাদা রাহুল গান্ধীর কাছে। কেন হারতে হল?

এর উত্তর পেতে ফিরে যেতে হবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে। সেবার ওয়ানাড আসন থেকে রাহুল গান্ধীর জয়ের ব্যবধান ছিল ৪ লক্ষ ৩০ হাজার ভোট। এই রেকর্ড কিন্তু ভাঙতে পারলেননা প্রিয়াঙ্কা। দাদাকে ভোটের মার্জিনের প্রশ্নে হারাতে পারলেননা তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button