ভোটের আর হাতে গোনা দিন বাকি। কারণ উত্তর প্রদেশে প্রথম দফা থেকে শেষ দফা, পুরো ৭ দফাতেই ভোট থাকছে। এই অবস্থায় সোমবার দিন দিন ব্যাপী গঙ্গাবক্ষে ভেসে ভোটের প্রচার শুরু করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। মূলত গঙ্গা তীরের বাসিন্দাদের কাছে তাঁর বার্তা পৌঁছে দেওয়া, কংগ্রেসকে ভোটদানে তাঁদের উৎসাহিত করাই তাঁর উদ্দেশ্য। সোমবার কংগ্রেসের পতাকায় সেজে ওঠা তরী গঙ্গা বক্ষে ভেসে পড়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে নিয়ে। হাত নেড়ে অভিবাদন জানাতে থাকেন তিনি।
গঙ্গার পাড়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার এই নৌকা প্রচার দেখতে বহু মানুষ ভিড় জমান। ছিলেন কংগ্রেস কর্মী সমর্থকেরাও। প্রসঙ্গত উত্তরপ্রদেশে গঙ্গার ২ তীর জুড়ে মাঝিদের বাস। এঁদের ২টি সম্প্রদায় রয়েছে। নিষাদ ও মাল্লা। এঁদের ভোট দলের বাক্সে টানতেই প্রিয়াঙ্কা গান্ধী বঢরার এই ৩ দিন যাবত গঙ্গা বক্ষে প্রচার। এদিন নৌকা গঙ্গায় ভাসার পরই তিনি হাতে মাইক্রোফোন তুলে নেন। শুরু করেন প্রচার।
সোমবার সকালে প্রয়াগরাজে স্বরাজ ভবন থেকে বার হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা হাজির হন বড়ে হনুমান মন্দিরে। সেখানে পুজো দেন তিনি। পুজো সেরে সেখান থেকে হাজির হন প্রয়াগরাজ সঙ্গমে। সেখানেও গঙ্গা পুজো করেন তিনি। তারপর শুরু হয় মানাইয়া ঘাট থেকে গঙ্গায় ভেসে তাঁর অভিনব প্রচার অভিযান।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)