উত্তরপ্রদেশের আমেঠিকে অনেকে কংগ্রেসের পকেট সিট বলে থাকেন। এবারও সেখান থেকে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী। ২০০৪ সাল থেকে এখানে দাঁড়াচ্ছেন রাহুল। জিতেও আসছেন। সেই কেন্দ্রে দাদার হয়ে প্রচারে গিয়ে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বিজেপির বিরুদ্ধে সরাসরি ঘুষ দেওয়ার অভিযোগ করেছেন। একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই ঘুষের অভিযোগ সামনে আনেন তিনি।
প্রিয়াঙ্কা গান্ধী বঢরা আমেঠিতে একটি সভায় অভিযোগ করেন বিজেপি ভোটের মুখে গ্রামের মোড়লদের কাছে ২০ হাজার টাকা করে পাঠাচ্ছে। প্রিয়াঙ্কার দাবি, বিজেপির ধারণা এভাবে টাকা দিয়ে মানুষের ভালবাসা ও আমেঠির সততা তারা কিনে নিতে পারবে। কিন্তু তাদের ধারণা ভুল। প্রিয়াঙ্কার দাবি, যখন আমেঠির ঘরে ঘরে কংগ্রেস তাদের ইস্তেহার বিলি করছে, তখন বিজেপি টাকা বিলিয়ে বেড়াচ্ছে।
শনিবার ফের বিজেপিকে নিশানা করে প্রিয়াঙ্কা বলেন, বিজেপি কেবল কিছু শিল্পপতিকে সুবিধা করে দিচ্ছে। তারা কৃষকদের ঋণ মকুব করে না। কিন্তু শিল্পপতিদের ৫ লক্ষ ৫০ হাজার কোটি টাকার ঋণ মকুব করে দিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা