বেনারসি শাড়িতে নিজের বিয়ের ছবি হ্যাশট্যাগ শাড়ি ট্যুইটার-এ শেয়ার করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। ৪৭ বছরের প্রিয়াঙ্কা ২২ বছর আগের নিজের বিয়ের ফোটো পোস্ট করেন। জানিয়েও দেন এটা তাঁর বিয়ের দিনের পুজোর সময়ের ছবি। কয়েকদিন ধরেই হ্যাশট্যাগ শাড়ি ট্যুইটার সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছে। অভিনেত্রী, রাজনীতিবিদ, সাংবাদিক, কূটনীতিক থেকে শুরু করে নানা পেশার সঙ্গে যুক্ত মহিলারা শাড়ি পড়ে এই হ্যাশট্যাগ শাড়ি ট্যুইটার-এ পোস্ট করছেন। বহু হুজ হু এই তালিকায় রয়েছেন। সেই তালিকায় কংগ্রেসের হেভিওয়েট নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও যুক্ত করলেন নিজেকে।
প্রিয়াঙ্কা গান্ধী ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ লাইক করতে থাকেন। অনেকে ভুল করে তাঁর বিবাহবার্ষিকী ভেবে তাঁকে অভিনন্দনও জানিয়ে ফেলেন। যদিও তা দেখার পরই ভুল শুধরে দিয়ে প্রিয়াঙ্কা লেখেন বিবাহবার্ষিকীর অভিনন্দনের জন্য ধন্যবাদ। তবে তিনি এই ছবি কেবল হ্যাশট্যাগ শাড়ি ট্যুইটার-এর জন্য দিয়েছেন। তাঁর বিয়ে হয়েছিল ফেব্রুয়ারিতে। এই সময় নয়। সেই সঙ্গে প্রিয়াঙ্কা হাল্কা মেজাজে স্বামীকে উদ্দেশ্য করেও একটি পোস্ট করেন। সেখানে লেখেন, অ্যাট রবার্ট বঢরা, তিনি প্রিয়াঙ্কাকে এখনও ডিনারে নিয়ে যেতেই পারেন। পাশে একটা চোখ টেপার মত ইমোজিও ব্যবহার করেন।
গত সোমবার থেকে হ্যাশট্যাগ শাড়ি ট্যুইটার শুরু হয়েছে। হুহু করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শাড়িতে নিজের ছবি পোস্ট করেছেন ভারতে কর্মরত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত হরিন্দর সিধুও। যে শাড়ি পড়ে তিনি ছবি দেন, তা তাঁর মায়ের বিয়ের শাড়ি বলেও জানান হরিন্দর। হায়দরাবাদে কর্মরত মার্কিন কনসাল জেনারেল ক্যাথরিন হাড্ডাও শাড়িতে নিজের ছবি পোস্ট করেছেন। এছাড়াও বহু পরিচিত মুখই এই তালিকায় রয়েছেন।
বর্তমানে সোশ্যাল সাইটে এমন একটি ট্রেন্ড তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জও দেওয়া হচ্ছে। কখনও নাচের, কখনও বরফ জলে স্নান করার এবং এমন কত কি! অনেক চ্যালেঞ্জই জনপ্রিয় হচ্ছে। হ্যাশট্যাগ শাড়ি ট্যুইটার অবশ্য তার চেয়ে আলাদা। এখানে নব্য প্রজন্মের কাছেও শাড়ির সৌন্দর্য তুলে ধরা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা