১টি মহাকাশযানে ২০টি উপগ্রহ পাড়ি দিল মহাকাশে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে সেই ইতিহাসের সাক্ষী হলেন ইসরোর বিজ্ঞানীরা। আর টিভির পর্দায় ভারতবাসী থেকে গোটা বিশ্ব দেখল ভারতীয় মহাকাশ বিজ্ঞানের কামাল। এদিন পিএসএলভি সি ৩৪ মহাকাশযানটি শ্রীহরিকোটা থেকে ১ হাজার ২৮৮ কিলোগ্রামের ২০টি দেশি-বিদেশি উপগ্রহ নিয়ে পাড়ি দেয় মহাকাশে। আর উৎক্ষেপণের ২৬ মিনিটের মধ্যেই ইসরোর তরফে ঘোষণা করা হয় উৎক্ষেপণ সফল। নির্দিষ্ট কক্ষেই পৌঁছে গেছে উপগ্রহরা।
এদিন যে ২০টি উপগ্রহ মহাকাশে পাড়ি দেয় তারমধ্যে ভারতের ৩টি। তিনটিরই কাজ ভূ-পর্যবেক্ষণ। এরমধ্যে একটি কার্টোস্যাট-২। অন্য ২টি তৈরি ভারতের দুটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের। একটি সত্যভামা স্যাট। যা তৈরি করেছেন চেন্নাইয়ের সত্যভামা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। অন্যটি স্বয়ং। যা তৈরি করেছেন পুনে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা। এছাড়া আমেরিকা, কানাডা, ইন্দোনেশিয়া, জার্মানি-র ১৭টি উপগ্রহ রয়েছে। রয়েছে গুগলের স্কাই-স্যাট উপগ্রহও।