SciTech

মহাকাশ অভিযানে ইতিহাস গড়ল ভারত

ভারতের দীর্ঘতম ও জটিলতম উপগ্রহ উৎক্ষেপণ সাফল্যের সঙ্গেই উতরে গেল ইসরো। সোমবার সকাল ৯টা ১২ মিনিটে শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশে পাড়ি দিল পিএসএলভি-সি৩৫। উৎক্ষেপণের পর বিজ্ঞানীরা যাবতীয় পর্যবেক্ষণের শেষে জানিয়ে দেন উৎক্ষেপণ সফল।

মোট ৮টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেয় মহাকাশযানটি। যারমধ্যে ভারতের ৩টি, আলজেরিয়ার ৩টি, মার্কিন যুক্তরাষ্ট্রের ১টি ও কানাডার ১টি উপগ্রহ রয়েছে। পৃথিবীর কক্ষপথে আলাদা আলাদা করে উপগ্রহগুলি স্থাপিত হবে। শুরু করবে কাজ।


এতদিন দেখা যেত এক বা একাধিক উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিলেও একটিই কক্ষপথে সেগুলি স্থাপিত হত। কিন্তু এই মিশনের গুরুত্ব সেখানেই কিছুটা আলাদা। কিছুটা চ্যালেঞ্জিংও ছিল। কারণ যে ৮টি উপগ্রহ মহাকাশে পাড়ি দিল সেগুলি ২টি কক্ষপথে আলাদা আলাদা করে স্থাপিত হবে। আর সেখানেই সাফল্য পেলেন ভারতীয় বিজ্ঞানীরা।

কী কাজ করবে এই ৮ উপগ্রহ? মূলত মহাসাগর ও আবহাওয়া পর্যবেক্ষণের কাজ করবে এগুলি। যা আগামী দিনে আবহাওয়ার আগাম পূর্বাভাস পেতে অনেকটাই সাহায্য করবে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button