আগে রেকর্ড ছিল ৩৫টির। সেই রেকর্ডকে ধুলোয় মিশিয়ে ১০৪টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল ভারতের পিএসএলভি-সি৩৭ মহাকাশযান।
বুধবার শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে সকাল ৯টা ২৮ মিনিটে মহাকাশে পাড়ি দেয় যানটি। মাত্র আধঘণ্টার মধ্যেই উপগ্রহগুলিকে মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত হয়। ১০৪টি উপগ্রহের মধ্যে ১০১টিই বিদেশের উপগ্রহ। ৩টি ভারতীয় উপগ্রহ।
এই ঐতিহাসিক সাফল্যের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশি উপগ্রহগুলির মোট ওজন ৮২০ কেজি।
১০১টির মধ্যে ৮৮টি আমেরিকার উপগ্রহ ছিল। বাকিগুলি সংযুক্ত আরব আমিরশাহী, সুইৎজারল্যান্ড, জার্মানি, কাজাখস্থান, ইজরায়েল ও নেদারল্যান্ডসের। এর আগে রাশিয়া একসঙ্গে ৩৫টি উপগ্রহ একটি মহাকাশযানে মহাকাশে পাঠিয়ে রেকর্ড গড়েছিল। সেই রেকর্ড এদিন ভেঙে দিল ভারত।