১৯৬৮ সালে পুজো শুরু করে উল্টোডাঙ্গা যুববৃন্দ। সেই থেকে প্রতি বছরই এই পুজো নিজেকে আরও বড় করে তোলার চেষ্টা চালিয়ে গেছে। ফলও হয়েছে। পায়ে পায়ে এই পুজো এখন কলকাতার দর্শনার্থীদের কাছে এক অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।
এ বছর পুজোর প্রতিমা ও মণ্ডপ একই শিল্পীর হাতে পূর্ণ রূপ পাচ্ছে। প্রতিমাশিল্পী ও মণ্ডপশিল্পী চন্দন পাল। পুজোর থিম শক্তি। ব্রহ্মার সৃষ্টি রহস্যকে দর্শকদের সামনে তুলে ধরাই শিল্পীর প্রধান লক্ষ্য। মণ্ডপ নির্মাণের প্রধান উপকরণ হিসাবে ব্যবহার হচ্ছে বাঁশ ও ফাইবার। তার সঙ্গে আলোর মায়াবী ব্যবহারে এক অন্য সাজেই সামনে আসবে উল্টোডাঙ্গা যুববৃন্দের এবারের পুজো।
তৃতীয়ার দিন পুজোর উদ্বোধন। মা দুর্গাকে সর্বশক্তিময়ী হিসাবে দেখানো হচ্ছে এবার। প্রতিদিন প্রায় লক্ষাধিক দর্শক আশা করছেন এই পুজোর উদ্যোক্তারা।