প্রথিতযশা শিল্পী যোগেন চৌধুরী এবার বেহালা নূতন দলের পুজোর থিম সাজাচ্ছেন। এটাই বোধহয় এই পুজোর সবচেয়ে বড় ইউএসপি। এমন এক শিল্পীর ছোঁয়া লাগলে আপনিই যে কোনও জিনিস অপরূপ হয়ে ওঠে। বেহালা নূতন দলের এবারের থিম ‘অন্তরমহল’। নারীর হাতেই থাকে সংসারের রাশ। তিনিই সংসারের চালিকাশক্তি। দেবী দুর্গাও এক নারী। তাঁর হাতে গোটা জগত সংসারের দায়িত্ব। এটাই এই পুজোর মূল ভাবনা। শিল্পী যোগেন চৌধুরীকে সাহায্য করছেন আরেক শিল্পী প্রদীপ দাস। প্যান্ডেল সেজে উঠছে লোহার কারুকার্যে।
শিল্পী যোগেন চৌধুরীর ভাবনায় সাবেকি প্রতিমা মৃন্ময়ী রূপ পাচ্ছে। প্রতিমা গড়ায় তাঁকে সাহায্য করছেন পিন্টু সিকদার। অন্যদিকে পুজোর থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে থাকছে থিম সং-ও। সুর বাঁধছেন থিমের ক্ষেত্রে যোগেন চৌধুরীর সঙ্গে কাজ করা প্রদীপ দাস।
বেহালা নূতন দলের পুজো এবার ৫২ বছরে পা দিল। শুরু থেকেই এ পুজো ঘরোয়া পরিবেশের জন্য খ্যাত। থিমের রমরমার পর গত ১২ বছর ধরে বেহালা নূতন দলও থিম পুজো করে আসছে। নতুন নতুন ভাবনা উপহার দিচ্ছে প্রতিবছর।
এবার পুজোর বাজেট আনুমানিক ৪০ লক্ষ টাকা। দৈনিক লক্ষাধিক দর্শক আসা করছেন উদ্যোক্তারা। উদ্বোধন মহালয়ার পর দিন।