বেলেঘাটা সন্ধানীর পুজো পূর্ব কলকাতার অন্যতম বড় ও পুরনো পুজোগুলির মধ্যে একটি। ১৯৬৯ সালে পথচলা শুরু এই পুজোর। ক্রমে পুজো তার নিজের জায়গা করে নিয়েছে মানুষের মনে। দর্শকদের মধ্যেও সন্ধানীর পুজো দেখতে যাওয়ার তাগিদ বেড়েছে।
এবার সন্ধানীর পুজো ৪৮ তম বর্ষে পদার্পণ করল। এ বছরের পুজোর থিম মহীশূর প্যালেস। অন্যান্য বছরের মত এবছরও একটা ঝলমলে উপস্থাপনা দর্শকদের অভিভূত করবে বলেই মনে করছেন তাঁরা। এ বছর সন্ধানীর থিম শিল্পী গোপাল দাস। প্রতিমাশিল্পী প্রদীপরুদ্র পাল।
প্যান্ডেলের পাশাপাশি সন্ধানীর পুজোর অন্যতম বৈশিষ্ট্য বিশাল আকৃতির মাতৃপ্রতিমা। সাবেকি ধাঁচের প্রতিমার বিস্তার পুরো পুজো মণ্ডপ জুড়ে। মহীশূর প্যালেসের আদলে গড়ে উঠতে চলা প্যান্ডেলকে রাতের প্রাসাদের আলোকসজ্জায় সাজিয়ে তোলা হচ্ছে। সোনালি জরির কাজ দিয়ে সাজানো হচ্ছে মণ্ডপের ভিতর বাইরে পুরোটাই।
পুজোর উদ্বোধন হবে চতুর্থীর দিন। পুজোর কটা দিন লক্ষাধিক দর্শকের সমাগম হয় বেলেঘাটা সিআইটি মোড়ের সন্ধানী ক্লাবের পুজোয়। এবছরও তার ব্যতিক্রম হবে না বলেই আশা উদ্যোক্তাদের।