Durga Pujo

বোসপুকুর তালবাগান

কসবা এলাকার অন্যতম পুজো বোসপুকুর তালবাগান সার্বজনীন দুর্গা পূজা। দ্রুত জনপ্রিয়তার শিখরে উঠে এসেছে এই পুজো। কারণটা অবশ্যই এদের প্যান্ডেল থেকে প্রতিমা, সবেতেই প্রতিবছর নতুনত্বের ছোঁয়া। যেখানে কলকাতার অনেক পুজো শতবর্ষ ছুঁতে চলেছে, সেখানে বোসপুকুর তালবাগানের পুজো মাত্র ২৬ বছরের টগবগে তারুণ্য নিয়ে ঝলমল করছে। বোসপুকুর তালবাগানের এবারের থিম ‘খেলার ছলে’। থিম শিল্পী শুভম পাল।

এবছর ভারতে বসছে যুব বিশ্বকাপের আসর। ভারতের জন্য এটা বড় পাওনা। ফুটবল পাগল কলকাতার জন্যও। সেই বিশ্বকাপের আসরের কথা মাথায় রেখেই স্টেডিয়ামের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে বোসপুকুর তালবাগানে। মণ্ডপে থাকছে অনেক পুতুলও। থাকছে তুলির টানে জলজীবন। সবমিলিয়ে এক চিত্তাকর্ষক প্যান্ডেল উপহার দেওয়ার চেষ্টায় ত্রুটি রাখছেন না পুজোর উদ্যোক্তারা।


বোসপুকুর তালবাগানের প্রতিমা সাবেকি ঘরানার। প্রতিমাশিল্পী শ্রীনাথ বন্দ্যোপাধ্যায়। থিমের সঙ্গে তালমিলিয়ে থাকছে থিম সং-ও। এক্ষেত্রে একটা চমক দিয়েছে এই পুজো কমিটি। যেখানে থিম সংয়ের জন্য অনেক কমিটি প্রথিতযশা শিল্পীদের উপর অনেকটাই নির্ভর করছেন, সেখানে বোসপুকুর তালবাগানের উদ্যোক্তারা নিজেরাই বাঁধছেন থিম সংয়ের সুর। লিখছেন গানের কথা।

বোসপুকুর তালবাগানের এবারের বাজেট আনুমানিক ২৫ লক্ষ টাকা। উদ্বোধন মহালয়ার পর দিন। প্রত্যেকদিন লক্ষাধিক মানুষের সমাগম আশা করছেন উদ্যোক্তারা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button