Durga Pujo

বিবেকানন্দ স্পোর্টিং

এবার বিবেকানন্দ স্পোর্টিং-এর দুর্গাপুজোর থিম ‘বাঁশেই ভক্তি’।

Vivekananda Sporting


বিহারের একটি আদিবাসী গ্রামের মানুষের জীবিকাই বাঁশের কাজ। সেই কাজ করেই পেট চলে গ্রামীণ মানুষগুলোর। তাঁদের সেই জীবিকাই ফুটে উঠছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজোয়। ২ হাজার ৫০০টি বাঁশ দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল। বাঁশে থাকছে রংয়ের খেলা। এছাড়া মণ্ডপ তৈরিতে ব্যবহার হচ্ছে অনেক মাটির হাঁড়ি। ব্যবহার হচ্ছে আখ। রঙিন মণ্ডপকে আরও রঙিন করে তুলতে থাকছে পাখির পালক। পাখির পালকের টুপি বিবেকানন্দ স্পোর্টিংয়ের পুজোয় নজর কাড়বে। থিম শিল্পী প্রশান্ত পাল।

Vivekananda Sporting


শুধু প্যান্ডেল বলেই নয়, প্রতিমাতেও থাকছে চমক। প্রতিমা দেখে দর্শনার্থীদের একঝলকে মনে হবে গাছের গুঁড়ি কেটে তৈরি করা হয়েছে। কিন্তু আদপে প্রতিমা তৈরি মাটি দিয়েই। সেভাবেই সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমাকে। থিমের সঙ্গে প্রতিমাশিল্পীও প্রশান্ত পাল।

বিবেকানন্দ স্পোর্টিংয়ের এবারের পুজোর বাজেট আনুমানিক ২৮ লক্ষ টাকা। পুজোর উদ্বোধন তৃতীয়ার দিন। এবার পুজোয় দৈনিক প্রায় ১ লক্ষের কাছে মানুষ এই পুজো দেখতে ভিড় জমাবেন বলে আশা করছেন উদ্যোক্তারা।

 

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button