Durga Pujo

নাকতলা উদয়ন সংঘ

নাকতলা উদয়ন সংঘ-এর পুজো এখন কলকাতার নামকরা পুজোগুলোর অন্যতম। একডালিয়া যেমন সুব্রত মুখোপাধ্যায়ের পুজো নামে খ্যাত। তেমনই নাকতলার পুজো এখন সকলের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের পুজো হয়ে গেছে। এ বছর এই পুজো ৩১ বছরে পা দিল। সেদিক থেকে কলকাতার পুজোগুলোর মধ্যে অনেকটাই নবীন। কিন্তু এরমধ্যেই নাকতলা উদয়ন সংঘ জনপ্রিয়তার প্রশ্নে রীতিমত প্রথমসারিতে জায়গা করে নিয়েছে।

এবার নাকতলা উদয়ন সংঘ-এর পুজোর থিম ‘অসু-অন্ত’। অসু অর্থাৎ জীবন ও অন্ত অর্থাৎ মৃত্যু, এই দুটি দিককে তুলে ধরা হয়েছে এই পুজোয়। মানুষ বেঁচে থাকে দেহের মধ্যে থাকা এক শক্তির জোরে। সেই শক্তি বিদায় নিলে মানুষ মৃত। জীবন ও মৃত্যুর সেই ধারণাই এবার প্রকাশ পাবে নাকতলা উদয়ন সংঘ-এর থিমে। থিম শিল্পী সুশান্ত পাল।


Naktala Udayan Sangha

এই পুজোর ব্যানার এবার কলকাতাবাসীর নজর কেড়েছে। একটিতে রয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাতে লেখা নাকতলা উদয়ন অপরাজিতা। মানেটা খুবই পরিস্কার। অন্যটিতে রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া এহসান। সেই ব্যানারে লেখা পুজোর থিম অসু-অন্ত। দুটি ভাগে বিভক্ত ব্যানারের একদিকে রত্নালঙ্কারে ভূষিতা জয়া তুলে ধরছেন জীবনকে। অন্যদিকে কালো-সাদায় মুছে যাওয়া লাল টিপে জয়া মৃত্যুকে তুলে ধরছেন।


নাকতলার পুজোর প্রতিমাশিল্পীও সুশান্ত পাল। সবই ফুটে উঠছে তাঁর ভাবনায়। তবে থিম সং তৈরি করছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। মহালয়ার দিনেই এই পুজোর উদ্বোধন। পুজোর বাজেট আনুমানিক ৫০ লক্ষ টাকা। পুজোর দিনগুলোয় ১০ লক্ষাধিক দর্শক আশা করছেন পুজো উদ্যোক্তারা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button