উল্টোডাঙা এলাকার পুজোর তালিকায় করবাগানের পুজো অন্যতম। এ বছর এই পুজো ৭০ বছর পূর্ণ করছে। স্থানীয় বাসিন্দারাই ৭০ বছর আগে এখানে পুজো শুরু করেন। ভারতের স্বাধীনতার বছরেই এই পাড়ায় শুরু হয় দুর্গাপুজো। পুজোর ইতিহাস বলতে তারপর থেকে নিরবচ্ছিন্নভাবে পুজো চলে আসছে। বিশাল বাজেটের পুজো না হলেও প্রতিবছরই প্যান্ডেলে একটা নতুনত্বের ছোঁয়া রাখার চেষ্টা করেন এই পুজোর উদ্যোক্তারা। ফলে কালক্রমে এই এলাকার পুজোগুলোর মধ্যে করবাগানের পুজো নাম করেছে। দূরদূরান্তের দর্শকরাও এই পুজোয় একবার ঢুঁ মারতে ভোলেননা।
দুর্গাপুজোয় থিমের ছোঁয়া লাগার পর থেকে করবাগানের পুজোতেও লেগেছে থিমের পরশ। এবারও থাকছে থিম। এবারে করবাগানের পুজোর থিম ‘ত্রিমাত্রা’। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্যান্ডেলে আলোর ব্যবহারের প্রাসঙ্গিকতা নজর কাড়বে। এটাই হয়তো এবারের অভিনবত্বের অন্যতম দিকনির্দেশিকা হতে চলেছে। থিম শিল্পী দীপঙ্কর ও বনি। প্রতিমাশিল্পীও এঁরাই। এই দুই শিল্পীর হাতের ছোঁয়ায় সাবেকি ধাঁচের প্রতিমা পূর্ণ রূপ পেতে চলেছে।
পুজোর বাজেট খুব বেশি নয়। ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা। পুজোর উদ্বোধন হবে দ্বিতীয়ার দিন। ফলে এই মণ্ডপে ঘুরে যাওয়ার জন্য দর্শকদের হাতে থাকছে অনেকগুলো দিন।