বরিশা সর্বজনীনের পুজো গুটিগুটি পায়ে অনেকগুলো বছর কাটিয়ে ফেলল। এবার ৬৯ বছরে পা রাখতে চলেছে এই পুজো। এ বছরের থিম শূন্য থেকে শুরু, শূন্য দিয়ে শেষ। জন্ম ও মৃত্যু মানব জীবনে চক্রাকারে আবর্তিত হয়। সেটাই এখানে বিষয় ভাবনা। জলাশয়, নাগরদোলা, সুড়ঙ্গ ও গাছ সবকিছু দিয়েই প্রতীকী অর্থে শূন্যকে তুলে ধরার চেষ্টা করছেন থিম শিল্পী বন্দন রাহা। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হচ্ছে লোহার স্ট্রাকচার। থাকছে ফোম ও প্লাইউডের কাজ।
থিমের সঙ্গে সঙ্গতি রেখে তৈরি হচ্ছে প্রতিমা। প্রতিমাশিল্পী পরিমল পাল। থাকছে থিম সং-ও। থিম সং সৃষ্টি করছেন প্রখ্যাত সুরকার দেবজ্যোতি মিশ্র। থিমকে আরও পূর্ণাঙ্গ করে তুলতে মণ্ডপ জুড়ে থাকছে প্রচুর আলোর কাজ। আলোকসজ্জায় থাকছেন দীনেশ পোদ্দার।
দৈনিক কয়েক হাজার দর্শনার্থীর সমাগম আশা করছেন উদ্যোক্তারা। উদ্বোধন তৃতীয়ার দিন।