হরিদেবপুর অজেয় সংহতির পুজো আজকের নয়। ১৯৬৩ সালে পশ্চিম পুটিয়ারির বাঁসুরী বাগান এলাকায় শুরু হয়েছিল এই পুজো। বর্তমানে শহরের নামকরা পুজোগুলোর তালিকায় নাম রয়েছে এই সার্বজনীনের। পরপর চমকে দেওয়া প্যান্ডেল করে অজেয় সংহতি এখন পুজোর সময় দর্শকদের অন্যতম গন্তব্য।
ফেলে আসা শতাব্দীতে তেমন নজরকাড়া বড় পুজো না করলেও ২০০০ সাল থেকে এই পুজোয় থিমের ছোঁয়া লেগেছে। এবছরের থিম ‘শক্তিরূপেন’। থিমের মাধ্যমে দেখানো হবে সমাজের অশুভ শক্তিকে কীভাবে বুঝিয়ে মূলস্রোতে ফেরানো যায়। বিপথ থেকে সঠিক পথে ফেরাতে যে সবসময় শক্তি প্রদর্শনের দরকার পরে না, অনেক সময় বোঝানোর মধ্যে দিয়েও মানুষকে সঠিক পথে ফেরানো সম্ভব, সেটাই এবার অজেয় সংহতির থিম ভাবনা। থিম শিল্পী বিমল সামন্ত। প্যান্ডেলে তৈরিতে মূলত ব্যবহার হচ্ছে লোহা।
অজেয় সংহতির এবারের পুজোর বাজেট আনুমানিক ৩৫ লক্ষ টাকা। পুজোর দিনগুলোয় লক্ষাধিক দর্শক আশা করছেন পুজোর উদ্যোক্তারা।