লালাবাগান নবাঙ্কুরের পুজো এবার ৫৮ তম বর্ষে পদার্পণ করল। এবছর এই পুজোর থিম ‘ভক্তির শক্তি পরীক্ষা’। থিমে দেখানো হচ্ছে ভক্তির নানারূপ। যেমন, রাজসিক ভক্তি, তামসিক ভক্তি বা বিশুদ্ধ নিষ্কাম ভক্তির রূপ। থিমের ভাবনা, ভক্তি থাকলে কোনও অস্ত্রের প্রয়োজন পড়ে না। থিম শিল্পী সায়ক রাজ। মণ্ডপ তৈরি হচ্ছে ত্রিভুজের আকারে। খড়, ময়ূরের পালক, আইসক্রিমের কাপ, হাতে তৈরি কাগজের মত জিনিস দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ।
প্রতিমা বৃন্দাবনের কাত্যায়নী দুর্গার আদলে তৈরি করা হচ্ছে। থিম শিল্পী সায়ক রাজ প্রতিমারও রূপদান করছেন। দুর্গার হাতে কোনও অস্ত্র থাকছে না। সে জায়গায় থাকছে ননীর পাত্র।
মণ্ডপে বাজবে থিম মিউজিক। সুর সৃষ্টি করছেন দীপাবলি দত্ত। লালাবাগান নবাঙ্কুরের এবারের বাজেট আনুমানিক ২৫ লক্ষ টাকা। পুজোর দিনগুলোয় প্রতিদিন লক্ষাধিক দর্শক আশা করছেন পুজো উদ্যোক্তারা।