কাঁকুড়গাছি মিতালির পুজো আজকের নয়। ৮১ বছরের ইতিহাস বহন করছে এই পুজো। খাতায়কলমে এই পুজো শীতলাতলা সর্বজনীন দুর্গোৎসব নামে পরিচিত। ক্রমে এই পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া। এবারের পুজোর থিম উপাচারে বন্দি। জীবনে প্রতিষ্ঠা পেতে নারীকে বহু সমস্যা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। সেসব বাধা অতিক্রম করেই তাঁরা এগিয়ে যান। প্রতিষ্ঠিত হন। সেই ভাবনাই এবার মিতালির থিম ভাবনা। মণ্ডপের মাঝখানে থাকছে একটি খাঁচা। যা ঘুরবে। প্যান্ডেলে ব্যবহার হচ্ছে লোহা, কাপড়, বিয়েতে লাগে এমন বিভিন্ন জিনিস। থিম শিল্পী সানি দীপঙ্কর।
প্রতিমাতেও চমক রাখছে মিতালি। এখানে প্রতিমার হাতে কোনও অস্ত্র থাকছে না। মিতালির পুজোয় এবার থিম সংয়ের সুরকার ও গায়ক ঝুপ্পা। এবার মিতালির বাজেট আনুমানিক ৩০ লক্ষ টাকা। পুজোর উদ্বোধন চতুর্থীর দিন। পুজোর দিনগুলোয় দৈনিক প্রায় ৫০ হাজার দর্শক আশা করছেন উদ্যোক্তারা।