সল্টলেকের হাতে গোনা নামকরা পুজোর একটি লাবণী এস্টেটের পুজো। ১৯৭৫ সালে বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে শুরু করেন এখানকার পুজো। পুজোর সময় সারা কলকাতা যখন আলো, আনন্দে মাতোয়ারা তখন সল্টলেকে ঢুকলে মনে হত এখানে বোধহয় আর পাঁচটা দিনের মতই সন্ধে নেমেছে। রাত হলে সবাই ঘুমিয়ে পড়বে। চারদিক সন্ধেরাতের অন্ধকারে মোড়া। কোথাও কোনও কোলাহল নেই, আলো নেই, পুজোর হৈচৈ নেই। লাবণী এস্টেটের মানুষজন সেই অবস্থা থেকে বেরিয়ে নিজেদের মধ্যেই শুরু করলেন পুজো। আলোয় ভরল আবাসন। পুজোর আনন্দ এখানেও মানুষের মন ভরিয়ে তুলল। ক্রমশ লাবণীর পুজো এতটাই নাম করল যে কলকাতা থেকে সল্টলেকে অনেকে লাবণীর পুজো দেখতে যেতে শুরু করলেন।
লাবণীর পুজো এবছর ৪৩ বছরে পদার্পণ করছে। এবছরের থিম ‘থার্ড আই’। থিম শিল্পী অরূপ ও সুরজিত। প্রতিমা সাবেকি ঘরানার। প্রতিমাশিল্পী অরুণ পাল। পুজোর বাজেট ২০ লক্ষ টাকা। উদ্বোধন চতুর্থীর দিন। পুজোর পাঁচদিনে ৩ থেকে ৪ লাখ দর্শক আশা করছেন পুজো উদ্যোক্তারা।