নতুন শতাব্দীতে পুজো শুরু, এমন উদাহরণ হাতে গুণে মিলবে। কলকাতার সব পুজোই প্রায় শুরু হয়েছিল বিগত শতাব্দীতে। নতুন শতাব্দীতে জন্ম নেওয়া হাতে গোনা পুজোর অন্যতম বেলেঘাটা ৩৩ পল্লী-র পুজো। ২০০১ সালে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে শুরু হয় এই পুজো। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই উল্কার গতিতে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে এই পুজো। অবশ্যই কৃতিত্ব বিষয় ভাবনার। কোথাও গিয়ে ৩৩ পল্লীর সার্বিক উপস্থিতি দর্শকদের মন জয় করতে সমর্থ হয়েছে। ফলে এখন পূর্ব কলকাতায় ঠাকুর দেখার তালিকায় অবশ্যই থাকে ৩৩ পল্লীর নাম।
এবার তাদের থিম মানুষের জীবন থেকে মৃত্যুর চক্রাকার আবর্তন। জন্ম দিয়ে শুরু। তারপর অনেকটা পথ পেরিয়ে জীবন শেষ হয় মৃত্যুতে। এই চক্র বোঝাতে ব্যবহার করা হচ্ছে সাইকেল। লুধিয়ানা থেকে আনা শতাধিক সাইকেলের বিভিন্ন অংশ দিয়ে সেজে উঠছে ৩৩ পল্লীর প্যান্ডেল। সঙ্গে থাকছে ফাইবারের তৈরি মানুষের মডেল। থিম শিল্পী শিবশঙ্কর দাস।
প্রতিমা সবেকি। প্রতিমাশিল্পী অরুণ পাল। পুজোর বাজেট আনুমানিক ৩২ থেকে ৩৫ লক্ষ টাকা। প্রাত্যহিক লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।