পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি-র পুজো শুরু হয় ১৯৪০ সালে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে শুরু এই পুজো ৭৮ বছর পার করে এখন অঞ্চলের অন্যতম সেরা পুজোর একটি। এবার পাথুরিয়াঘাটা পাঁচের পল্লির পুজোর থিম ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’। বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থানই ফুটে উঠবে এখানে। কারণ সবার উপরে রয়েছে মানুষের ধর্ম। মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হচ্ছে কাঠ, সুতো, প্লাইউড, কাগজ, জরি ইত্যাদি। প্যান্ডেলে থাকবে অনেকগুলি মডেল। থিম শিল্পী সন্দীপ ও রাখি মুখোপাধ্যায়।
পাথুরিয়াঘাটা পাঁচের পল্লির মণ্ডপে দেবীদুর্গা থাকবেন পদ্মাসনে। আশীর্বাদের ভঙ্গিতে। পাথুরিয়াঘাটা পাঁচের পল্লি-র পুজো মণ্ডপে এবার ব্যবহার হচ্ছে এলইডি আলো। প্রচুর এলইডি আলোয় থিম ভাবনার সঙ্গে মিশে যাবে আবহ। থিম সং থাকছে। থিম সং তৈরি করছেন বিখ্যাত তবলা শিল্পী মল্লার বোস।
পাথুরিয়াঘাটা পাঁচের পল্লির পুজোর এবারের বাজেট ১৫ লক্ষ টাকা। উদ্বোধন তৃতীয়ার দিন। পুজোর দিনগুলোয় লক্ষাধিক মানুষের সমাগম আশা করছেন উদ্যোক্তারা।