দমদম পার্ক নতুন জনবসতি হওয়ায় এখানকার সব পুজোই নতুন। বয়সে তরুণ পুজো হলেও দমদম পার্কের কয়েকটি পুজোর ইতিমধ্যেই শহর জোড়া খ্যাতি। প্যান্ডেল, প্রতিমা, আলোকসজ্জা সহ সার্বিক উপস্থাপনার গুণে অল্প সময়ের মধ্যেই এসব পুজো খ্যাতির শিখর ছুঁয়েছে। দমদম পার্ক এলাকার তেমনই একটি পুজো দমদম পার্ক ভারত চক্র।
২০০১ সালে এই পুজোর শুরু। যে ক্লাব এই পুজো করছে তার প্রতিষ্ঠা যদিও ১৯৫৭ সালে। পুরনো ক্লাব হলেও সেখানে পুজো বলতে হত কেবল সরস্বতী পুজো। ২০০১ সালে তারা দুর্গাপুজো শুরু করে। তারপর উল্কার গতিতে জনপ্রিয় হয়েছে এই পুজো।
এবছর দমদম পার্ক ভারত চক্রের থিম ‘বিদ্রোহী নারী’। দেবী দুর্গা অবশ্যই নারীশক্তির এক জ্বলন্ত প্রকাশ। সমাজের নিপীড়ন, শোষণের বিরুদ্ধে নারীই সময়ে সময়ে দুর্গার রূপ ধারণ করেছে। দুষ্টের সংহার করেছে। নারীর সেই বিদ্রোহী রূপই এবার ভারত চক্রের ভাবনা। সেই ভাবনাই ফুটে উঠবে সর্বত্র। থিম শিল্পী সঞ্জীব সাহা। প্যান্ডেল তৈরিতে ব্যবহার হচ্ছে প্লাইউড। প্যাণ্ডেলগাত্রে থাকছে প্রচুর হাতে আঁকা ছবি। যা গোটা প্যান্ডেলটাকে একটা অন্য মাত্রা দেবে।
থিমের ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে সেজে উঠছে প্রতিমাও। দুর্গার বিদ্রোহী, রুদ্র রূপই উঠে এসেছে শিল্পী সৌমেন পালের ভাবনায়। এবার দমদম পার্ক ভারত চক্রের পুজোর বাজেট আনুমানিক ২৬ লক্ষ টাকা। পুজোর উদ্বোধন হবে তৃতীয়ার দিন। প্রতিমা দর্শনে দৈনিক লক্ষাধিক মানুষের সমাগম আশা করছেন উদ্যোক্তারা। পুজো করার পাশাপাশি দমদম পার্ক ভারত চক্রের উদ্যোক্তারা রক্তদান শিবির, সাহিত্য পত্রিকা প্রকাশের মত বেশ কিছু সামাজিক কাজেও যুক্ত রয়েছেন।