থিমভিত্তিক পুজোই এখন কলকাতার আনাচে কানাচে। কে কত অভিনবত্ব আনতে পারে থিমে, তার উপরই নির্ভর করে পুজোর কদিন দর্শকদের ভিড়। তবে সেই তালিকায় ইতিমধ্যেই নিজেরে একটা আলাদা ছাপ দর্শকমনে ফেলে দিয়েছে উত্তরের নলিন সরকার স্ট্রীটের পুজো। অপরিসর রাস্তার উপর এই পুজো অভিনবত্বে প্রতিবারই চমক দেয়। সামাজিক সচেতনতা মূলক কাজকে সামনে রেখে এবারে থিম ভাবনা করেছে নলিন সরকার স্ট্রীট।
বর্তমানে মানুষ, বিশেষত নবীন প্রজন্ম অবচেতন মনে অনেক কিছু করে ফেলেন। কিন্তু চেতনা ফিরলে তাঁরা উপলব্ধি করেন ভুল হয়ে গেছে। এই বিষয়টিকে মাথায় রেখেই নলিন সরকার স্ট্রীটের এবারের থিম ভাবনা ‘মগ্ন চৈতন্য’। থিমের সঙ্গে মানানসই গান তৈরি হচ্ছে। গান গাইছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। পুজো কমিটির সেক্রেটারি জয়ন্ত চ্যাটার্জী জানালেন, প্রতিমা হবে সাবেকি। মহালয়ার পরের দিন উদ্বোধন হবে। মূলত সমাজ সচেতনতামূলক উদ্দেশ্যই আছে এই থিমের পিছনে, জানান জয়ন্তবাবু। এবারে এই পুজোর বাজেট ২২ লক্ষ টাকা।