উল্টোডাঙার কাছেই শ্রীভূমি স্পোর্টিং। প্রতিবারই পুজোর দিনগুলোয় দর্শক উপচে পড়ে এই পুজো দেখতে। বিধায়ক সুজিত বোসের পুজো বলে একটা সুনাম রয়েছে এই পুজোর। প্রতিবারই একটা আকর্ষণ থাকে এই পুজোর। আগের বছর বাহুবলী ছবির প্রাসাদের অনুকরণে এই পুজোর মণ্ডপ তৈরি হয়েছিল। আর এবার জনপ্রিয় ছবি পদ্মাবতের অনুকরণে চিতোরের দুর্গ উঠে আসবে এই পুজো মণ্ডপে।
এবার ৬৬ বছরে পা রাখল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। প্রতিবারের মত এবারও প্রতিমার গায়ে থাকবে সোনার গয়না। প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্র পাল। প্রতিমা হবে সাবেকি। আলোকসজ্জা হবে থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে বাচ্চাদের দিকে নজর রেখে আলোক সজ্জায় থাকছে কিছু অভিনবত্ব। যা ছোটদের মন কাড়বে। বিভিন্ন মডেল বানিয়ে তার সঙ্গে আলো ফিট করা হচ্ছে। দ্বিতীয়ার দিন দর্শকদের জন্য খুলে দেওয়া হবে এই মণ্ডপ।