বিগত কয়েক বছরে অনেক পুজোই জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। আর এগুলোর মধ্যে অন্যতম হল লেকটাউন অধিবাসীবৃন্দের পুজো। লেকটাউনের জয়া সিনেমা হলের উল্টোদিকে হওয়া এই পুজো দর্শকদের মনে ছাপ রেখেছে। স্থানীয় মানুষের উদ্যোগে শুরু হয়েছিল এই পুজো। সুবর্ণ জয়ন্তী পার করে এই পুজো এবার ৫৫ বছরে পা দিল।
এবার প্রদীপের নরম আলোয় সেজে উঠতে চলেছে লেকটাউন অধিবাসীবৃন্দের মণ্ডপ। সঙ্গে থাকছে অন্যান্য কিছু হালকা আলোও। তবে সব মিলিয়ে পরিবেশটা হবে আলো আঁধারি। মণ্ডপ সেজে উঠবে পটচিত্র, শীতলপাটি, পোড়া মাটির কাজ, কাঠের পুতুল, ঝুড়ি, টেরাকোটার কাজ দিয়ে। বিষয় ভাবনা ‘পরম্পরা’। প্রতিমা হবে কোচবিহারের রাজবাড়ির দুর্গা মূর্তির আদলে। পুরো থিমটাই পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে বাপি দাসের তত্ত্বাবধানে। বাজেট ১৬ লক্ষ টাকা।
পুজো কমিটির সেক্রেটারি অমিতাভ বসু জানালেন, পঞ্চমীর দিন উদ্বোধন হবে এই পুজোর। তিনি জানান, পুজোর সময় সমাজসেবামূলক কাজ করে থাকেন তাঁরা। এসময় অনাথাশ্রম থেকে শিশুদের নিয়ে আসা হয়। তাদের উপহার দেওয়া হয়। এছাড়া বৃদ্ধাশ্রমের আবাসিকরাও আসেন। তাঁদেরও মুখে হাসি ফোটাতে হাতে তুলে দেওয়া হয় নতুন জামাকাপড়। তবে সবকিছু মিলিয়ে আলো আঁধারি পরিবেশে ‘পরম্পরা’ কতটা মানুষের মন জয় করতে পারে সেটাই দেখার।