কলকাতার যে পুজোগুলি দেখার জন্য পুজোর দিনগুলোয় মানুষের ঢল নামে তার মধ্যে অন্যতম হল ৯৫ পল্লী। যোধপুর পার্ক বাজারের কাছে রহিম ওস্তাগর লেন। এই পাড়াতেই হয় পুজোটি। এদের এবারের থিম ‘মায়ার বাঁধন’। আলোয় থাকছে বিশেষ চমক। এবার ৯৫ পল্লীর আলোকসজ্জার মধ্যে দিয়ে ফুটে উঠবে পরীর দেশের মায়াবী মুহুর্ত। বড়রা তো বটেই এমনকি ছোটদের কাছেও আকর্ষণীয় হবে এই প্যান্ডেল বলে মনে করছেন পুজোর উদ্যোক্তারা।
এ বছর ৬৯ তম বর্ষে পদার্পণ করল যোধপুর পার্কের কাছে এই ৯৫ পল্লীর দুর্গাপুজো। বিষয় ভাবনায় রয়েছেন শিল্পী ভবতোষ সুতার। পুজোর উদ্বোধন হবে চতুর্থীর দিন। এখন কলকাতায় পুজোর ভিড় শুরু হয়ে যায় মহালয়ার পর থেকেই। যেসব পুজো উদ্বোধন হয়ে যায় সেখানেই ভিড় জমান মানুষজন। ৯৫ পল্লীর পুজো চতুর্থীর দিন উদ্বোধন হবে। সময় হয়তো তুলনায় অন্যদের চেয়ে কিছুটা কমই পাবে। মানুষ হয়তো এই প্যান্ডেলে পঞ্চমী থেকে ভিড় জমানোর সুযোগ পাবেন। তবে নাম যখন ৯৫ পল্লী তখন কলকাতার এবারের শারদোৎসবেও তাদের প্যান্ডেলে মানুষের ঢল নামা স্বাভাবিক।