এবার ১০৬ বছরে পদার্পণ করল উত্তর কলকাতার সিকদার বাগানের পুজো। কলকাতায় শতাব্দী প্রাচীন পুজো আছে কয়েকটাই। তার মধ্যে অন্যতম জনপ্রিয় পুজো হল সিকদার বাগান। কিছু স্থানীয় মানুষের উদ্যোগে শুরু হয়েছিল এই পুজো। তা এখনও চলছে। তবে সময়ের হাত ধরে থিমের ছোঁয়া লেগেছে এই পুজোতেও। এবারের থিমে ইতিহাসের ছোঁয়া দিতে চাইছে সিকদার বাগান।
এবার বনেদিয়ানা উঠে আসবে সিকদার বাগানের পুজোয়। তাদের থিম বাবুপাড়ার পুজো। অতীতের বাবুপাড়ার পরিবেশ দেখা যাবে এখানে। সেইসঙ্গে বনেদিবাড়ির পুজোর আভাস পাওয়া যাবে। থাকবে ঘোড়ার গাড়ি। সঙ্গে থাকবে মানানসই আলোকসজ্জা। থিম ভাবনায় রবীন রায়। বনেদিয়ানার সঙ্গে সামঞ্জস্য রেখে হবে প্রতিমা। প্রতিমা শিল্পী পরিমল পাল। এবারের বাজেট ২৫ লক্ষ টাকা। উদ্বোধন হবে মহালয়ার দিন। সব মিলিয়ে এই পুজোয় একটা অন্যরকম পরিবেশ উপভোগ করতে চলেছেন দর্শকরা।