Durga Pujo

টালা বারোয়ারির এবারের থিম ‘মা’

‘মা’ শব্দটি পৃথিবীর একটা বিশেষ শব্দ। ছোটবেলা থেকে বড়বেলার নানা সুখস্মৃতি জড়িয়ে থাকে এই শব্দের সঙ্গে। কিন্তু এই মাকেই আমরা নানা সময় অবহেলা করি। ছোটবেলা থাকে আমাদের লালন পালনে যাঁর চেষ্টার ত্রুটি থাকে না সেই মা কখনও কখনও আমাদের কাছে বোঝা হয়ে যায়। কিন্তু মা শব্দটির মাহাত্ম্য আমাদের জীবনে থেকে যায় আজন্ম। এবার ‘মা’-কেই থিম হিসাবে তুলে ধরছে টালা বারোয়ারি।

এবার ৯৮ বছরে পা দিল টালা বারোয়ারির পুজো। কেমন হবে এবারের মণ্ডপ? উদ্যোক্তারা বিশেষ কিছু বলতে চাইলেন না এখনই। মা আমাদের জঠরে ১০ মাস ১০ দিন স্থান দেন। তারপর নানা সময় আমরা মাকে কিছু বললেই তা পেয়ে যাই। কিন্তু আমরা সেভাবে মায়ের কদর করি না। অনেক সময় মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রম। এই পুরো বিষয়টি মণ্ডপে ফুটিয়ে তোলা হবে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। পুজোর বাজেট ৫০ লক্ষ টাকা।


Pujo Prastuti 2018

মণ্ডপ তৈরির দায়িত্বে আছেন বাসন্তী থেকে আসা কর্মীরা। প্রতিমা হবে সাবেকি। আলোকসজ্জা হবে থিমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নিজের মাকে ভালোবাসো এটাই এবারের পুজোয় টালা বারোয়ারির বার্তা হতে চলেছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button