দক্ষিণ কলকাতার পুরনো অভিজাত পুজো যে কটি আছে তার মধ্যে অন্যতম সিংহী পার্কের পুজো। বরাবরই এই পুজোর প্রতি আকর্ষণ থাকে দর্শকদের। ৭৭ বছরে পা রাখল এই পুজো। এবারে মণ্ডপে উঠে আসছে গুজরাটের মধেরা মন্দির। থিম ভাবনায় মিঠুন দত্ত।
আলোকসজ্জাতেও থাকছে চমক। এবার আলোকসজ্জায় দেখানো হবে আরব্য রজনীর কিছু কিছু অংশ। প্রতিমা একচালার সাবেকি। পুজোর এবারের বাজেট ৬৫ লক্ষ টাকা। গত ১৮ বছর ধরে ভারতের বিভিন্ন মন্দিরকে মণ্ডপ আকারে তুলে ধরছে সিংহী পার্ক। আসলে অনেকে আছেন যাঁরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন মন্দির দর্শন করতে পারেন না। তাঁদের কথা মাথায় রেখেই প্রতিবার ভারতের কোণায় কোণায় ছড়িয়ে থাকা নানা মন্দিরকে এখানে পুজোর সময় তুলে আনেন উদ্যোক্তারা।