Entertainment

জনপ্রিয় অভিনেতার মৃত্যু, রাজ্যজুড়ে কড়া সুরক্ষা বন্দোবস্ত

তিনি জনপ্রিয় অভিনেতা। তায় আবার মাত্র ৪৬ বছর বয়স। এই বয়সে শুক্রবার তাঁর আচমকা মৃত্যু বহু মানুষকে হতবাক করে দিয়েছে।

বাবা ছিলেন জনপ্রিয় অভিনেতা। তাঁর হাত ধরেই সিনেমার রুপোলী জগতে পা রাখা। তবে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা বানিয়ে নিতে সময় লাগেনি পুনিতের। নিজের অভিনয় প্রতিভার জোরে ছোট বয়স থেকেই নজর কাড়তে শুরু করেন তিনি। দেশের সেরা শিশু অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কারও জিতে নেন।

ছোট থেকেই অভিনয় জগতে সাবলীল পুনিত রাজকুমার ছিলেন কন্নড় সিনেমার অতিজনপ্রিয় অভিনেতা। হিরো হিসাবে ২৯টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রায় প্রতিটিই দর্শকদের মন জয় করেছে। ফলে তাঁর অনুরাগীর সংখ্যা কর্ণাটকে নেহাত কম ছিলনা।


বৃহস্পতিবার শরীরটা খারাপ করছিল ৪৬ বছরের এই নায়কের। তবে তিনি চিকিৎসকের পরামর্শ নিতে চাননি। বরং শুক্রবার সকালে জিমে যান। জিমেই তাঁর বুকে ব্যথা শুরু হয়।

দ্রুত পুনিতকে কাছের একটি ক্লিনিকে নিয়ে গিয়ে ইসিজি করা হয়। সে সময়ই তাঁর পরিস্থিতির অবনতি হয়। দ্রুত সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।


সেখানে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও পুনিতকে কার্ডিয়াক অ্যারেস্টের পর আর সুস্থ করা সম্ভব হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

পুনিত রাজকুমারের মৃত্যুর পর কর্ণাটক জুড়েই সব সিনেমার শো বন্ধ হয়ে যায়। রাজ্যজুড়ে তাঁর এই অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে।

পুনিতের মৃত্যু যাতে আইনশৃঙ্খলার অবনতির কারণ না হয় সেজন্য বেঙ্গালুরুসহ সর্বত্র সুরক্ষা বন্দোবস্ত আঁটসাঁট করে পুলিশ প্রশাসন। এদিকে পুনিতের মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার তাঁর বাড়িতে যান।

এখন দক্ষিণ ভারতীয় সিনেমার হিন্দি তর্জমা করে তা বিভিন্ন চ্যানেলে যেভাবে দেখানো হয় তাতে পুনিত রাজকুমারের পরিচিতি শুধু কর্ণাটকেই সীমাবদ্ধ ছিলনা। দেশের অনেকে সিনেমামোদী মানুষেরই পছন্দের নায়ক হয়ে উঠেছিলেন পুনিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button