Business

পিএনবি জালিয়াতি মামলায় গ্রেফতার তৎকালীন ডেপুটি ম্যানেজার সহ ৩

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে সিবিআইকে ১১ হাজার ৫০০ কোটি টাকা জালিয়াতির কথা জানানো হয় গত ১৩ ফেব্রুয়ারি। অভিযোগ ওঠার পর সেই ঘটনায় নাম জড়ায় বিখ্যাত হিরে ব্যবসায়ী তথা ডিজাইনার নীরব মোদীর। সেই নিয়ে আপাতত তোলপাড় গোটা দেশ। এভাবে দিন চারেক কাটলেও কেউ গ্রেফতার হয়নি। অবশেষে এই জালিয়াতির ঘটনায় গ্রেফতার করা হল পিএনবির তৎকালীন ডেপুটি ম্যানেজার গোকুলনাথ শেট্টিকে। অবসরপ্রাপ্ত গোকুলনাথকে ধরার চেষ্টা আগেই শুরু করে পুলিশ। কিন্তু মুম্বইয়ে থাকা তাঁর ৩টি বাড়িতে ঘুরিয়ে ফিরিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। অবশেষে তাঁকে তাঁর আন্ধেরির বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও মনোজ খারাট নামে এক পিএনবি আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছেন নীরব মোদী গ্রুপের তরফে পিএনবিতে সাইনিং অথরিটি হেমন্ত ভাটকে।

এদিকে জালিয়াতির মূল হোতা নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসি আপাতত নিউ ইয়র্কে রয়েছেন বলে খবর। তাঁদের পাসপোর্ট ৪ সপ্তাহের জন্য রদ করা হয়েছে। মামা-ভাগ্নের হদিস পেতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সিবিআই। এদিকে নীরব মোদীকে কেন্দ্রকরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। একদিকে যখন কংগ্রেস নীরব মোদীর দেশ ছাড়ার পিছনে কেন্দ্রের হাতযশ নিয়ে সরব, সেখানে পাল্টা নীরব মোদীর জালিয়াতি কংগ্রেস আমলে হয়েছিল বলে দাবি করে সরব বিজেপিও।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button